NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
Mizo girl allegedly raped at Silchar Railway Station, protest mountsরেলস্টেশনে মিজো যুবতীকে ধর্ষণ, প্রতিবাদে সরব শিলচর
১১ জানুয়ারি: রেলস্টেশনে মিজো যুবতী ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে শহর শিলচর৷ শনিবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে জোর আওয়াজ তোলেন একদল যুবক-যুবতী৷
ধর্ষণের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে৷ সেদিন সকালে বছর তিরিশের যুবতীটি তার প্রেমিকের সঙ্গে মিজোরাম থেকে শিলচরে বেড়াতে আসেন৷ সারাদিন বিভিন্ন জায়গা ঘুরে রাতে যান শিলচর রেলস্টেশনে৷ অত্যধিক মদ্যপানের দরুন বন্ধুটি বেসামাল হয়ে পড়লে যুবতীটি তখন টহলরত দুই জিআরপি কনস্টেবলের সাহায্য চান৷ তারা দুজনকেই জিআরপি ব্যারাকে নিয়ে যান৷ বন্ধুর সামনেই একের পর এক দুজনে যুবতীটিকে ধর্ষণ করে৷ পরে তাদের ধমকে ব্যারাক থেকে বের করে দেওয়া হয়৷ বেলা বাড়লে বন্ধুর নেশা কেটে গেলেও কী করবেন তা ভেবেই সন্ধ্যা পেরিয়ে যায়৷ রাতে যুবতীটি শিলচর সদর থানায় এজাহার দেন৷ পুলিশ বৃহস্পতিবার শিলচর জিআরপিতে কর্মরত সবাইকে একসময়ে থাকতে নির্দেশ দেন৷ সেখান থেকেই ওই যুবতী জিআরপি কনস্টেবল উত্তম রায় ও শরিফউদ্দিন বড়ভুইয়াকে শনাক্ত করেন৷ তাদের গ্রেফতার করে পুলিশ৷
এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন শিলচর শহরের বিভিন্ন স্তরের মানুষ৷ বিশেষ করে, রক্ষকই ভক্ষক হয়ে ওঠায় উদ্বেগটা বেড়ে গিয়েছে৷
শিলচর রেলস্টেশনে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার সোচ্চার হয় এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস৷ বিকেল চারটায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হন সংগঠনগুলির কর্মীরা৷ উক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে আওয়াজ তোলেন৷ সেখানে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ, এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য প্রমুখ । তারা বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ যদি এরকম ঘটনা ঘটাতে পারে তাহলে জনগণ কার কাছে অভিযোগ দায়ের করতে যাবে? সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তদন্তে যাতে কোনও ধরনের গাফিলতি করা না হয় সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয় এবং দোষীদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয় ।
আগামী সোমবার একই ধরনের একটি জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন শহরের একদল বুদ্ধিজীবী৷