Barak UpdatesHappeningsBreaking News

শনিবার শিলচরে ‘মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট’
‘Miss India Global Nite’ to be held in Silchar on 4 Dec

ওয়েটুবরাক, ২ নভেম্বর : সিএনএন-২৪ ও বালাজি ইভেন্ট-এর যৌথ উদ্যোগে এবং সােনার সংসার জুয়েলারির প্রযােজনায় আগামী ৪ ডিসেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে ‘মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট’৷

Rananuj

দেশের ১০০ কোটি ভ্যাকসিন প্রদানের সফলতাকে স্বীকৃতি প্রদান ও উইমেন এমপাওয়ারমেন্ট-কে উৎসাহিত করতে স্থানীয় বঙ্গভবনে এই আয়োজন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ‘মিস ইন্ডিয়া গ্লোবাল ২০২০’ জয়ী বঙ্গতনয়া গার্গী নন্দীর ‘মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট’ শীর্ষক এক ফ্যাশন ও স্টাইলিং নাইটও অনুষ্ঠিত হতে চলেছে। গার্গী নন্দীর বিভিন্ন চোখ ধাঁধানাে রাউন্ডে-এ অংশ নেন বরাক উপত্যকার বাছাই করা ২৫জন মডেল।

মিস ইন্ডিয়ার উপস্থিতিতে এই অনুষ্ঠান ঘিরে ইতি মধ্যেই বরাক উপত্যকা জুড়ে দারুন উৎসাহের সৃষ্টি হয়েছে। মিস ইন্ডিয়ার সঙ্গে অংশ নিতে ২৫জন মডেলকে গ্রুমিং করতে বরাকের সঙ্গীতা দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা, নাহাটা টেক্স, বিউটিশিয়ান ও স্টাইলার ‘শ্রীজ এর শিখা আচার্য, সর্টকার্ট এর নন্দিতা চৌধুরী (গুড়ু), শ্রীমতি বিউটি পার্লার ও মােনালী বিউটি পার্লারকে দায়িত্ব প্রদান করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি। অনুষ্ঠান ঘিরে উদ্যােক্তাদের কর্মতৎপরতা চোখে পড়ছে।

আজ এক সাংবাদিক সম্মেলনে সিএনএন২৪-এর ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস (টিটু), বালাজি-র পার্থপ্রতীম দেব (ময়ুখ), সিএনএন-এর ইভেন্ট প্রােগ্রাম কর্ডিনেটর সৌমিত্র শঙ্কর দত্ত, সিএনএন-এর ডিরেক্টর শঙ্কর দাস, ডিরেক্টর আশিস চক্রবর্তী, চিফ এডিটর বিশ্বনাথ চক্রবর্তী ও কর্ডিনেটর মৌটুসি সাহা রায় সহ প্রমুখ অনুষ্ঠান সম্পর্কিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker