Barak UpdatesHappeningsBreaking News

ভ্যাকসিন নেই, লাইনে প্রচুর মানুষ, টিটি কলেজে উত্তেজনা, পথ অবরোধ
Mismanagement at TT College vaccine centre leads to severe chaos

Road blocked by people as vaccine not available, lathi charge by police to restore order

ওয়েটুবরাক, ২৫ জুন: একদিকে সরকারি নির্দেশ— ডাবল ডোজ টিকার সার্টিফিকেট ছাড়া অফিসে ঢুকতে দেওয়া হবে না, মিলবে না চলতি মাসের বেতন৷ অন্যদিকে, টিকা নেই৷ সকাল থেকে সরকারি কর্মীরা এই সেন্টার, ওই সেন্টার ঘুরছেন৷ রয়েছেন সাধারণ মানুষও৷ সব জায়গায় এক কথা, শিলচরের স্টোর থেকে টিকা এসে পৌঁছালেই দেওয়া শুরু হবে৷ প্রচণ্ড গরমের মধ্যে মানুষ ঠায় লাইনে দাঁড়িয়ে থাকেন৷ শেষে জানানো হয়, টিকা আজ শিলচরের স্টোরেই নেই৷ গুয়াহাটি থেকে গাড়ি এসে পৌঁছায়নি৷ এ কথা শুনেই দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ শিলচর টিচার্স ট্রেনিং কলেজে মানুষ চড়াও হন কর্তব্যরত স্বাস্থ্য ও শিক্ষাকর্মীদের ওপর৷

এক সময় রাস্তা অবরোধ করে মানুষ টিকার দাবি জানাতে থাকেন৷ তাতে রাস্তার দুই দিকে প্রচুর গাড়ি, মোটর সাইকেল দাঁড়িয়ে পড়ে৷ আটকে যায় মেডিক্যালগামী অ্যাম্বুলেন্সও৷ শেষে পুলিশ, সিআরপি গিয়ে লাঠি চালিয়ে অসংগঠিত অবরোধ তুলে দেয়৷

কাছাড় জেলার অ্যাডিশনাল চিফ মেডিক্যাল অফিসার ডা. পিকে দাস জানান, শিলচর থেকে টিকা আনতে সময়মতই গাড়ি পাঠানো হয়েছিল৷ রওয়ানাও হয়েছিল ঠিক সময়েই৷ কিন্তু মেঘালয়ের এক জায়গায় গাড়িটির ডায়নামো নষ্ট হয়ে যায়৷ অন্ধকারে একেবারেই এগোনো সম্ভব হচ্ছিল না৷ দাসবাবু বলেন, ভোরে গাড়িটি চলতে শুরু করেছিল, কিন্তু মেঘালয়ের পাহাড় উঠতে পারছে না৷ পরে শিলচর থেকে অরেকটি গাড়ি পাঠিয়ে ওই টিকা আনা হচ্ছে৷

জেলার সিনিয়র ইম্যুনাইজেশন অফিসার ডা. সুমনা নাইডিং বলেন, হিসাবমতই শিবির শুরু হওয়ার অনেকটা আগে গুয়াহাটি থেকে টিকা নিয়ে গাড়ি পৌঁছনোর কথা৷ কিন্তু গাড়ির খারাপ হওয়াটা দুর্ভাগ্যজনক৷ তিনি জানান, কাল শনিবার টিকা দেওয়া হবে৷

কিন্তু সরকারি কর্মীদের শঙ্কা কাটছে না৷ টিকা এলেও লাইন ধরলে সবাই পাবেন কিনা, দুশ্চিন্তায় তাঁরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker