NE UpdatesHappeningsBreaking News
মেঘালয় বিজেপির উপসভাপতি দেহব্যবসায় জড়িত? খুঁজছে পুলিশ
ওয়েটুবরাক, ২৫ জুলাই : দেহ ব্যবসায় জড়িত বলে অভিযুক্ত মেঘালয় বিজেপির উপ-সভাপতি বার্নার্ড এন মারাককে খুঁজে বেড়াচ্ছে পুলিশ৷ তিনি পলাতক বলেই জানিয়েছেন সে রাজ্যের পুলিশ প্রধান এল আর বিষ্ণয়৷ শনিবার মারাকের রিসর্টে পাঁচজন শিশুকে তালাবন্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। ৬৮ জন তরুণ-তরুণী মোট সহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়৷
মারাক অবশ্য পালিয়ে বেড়ানো বা গ্রেফতারি এড়িয়ে চলার কথা অস্বীকার করেন৷ তিনি ডিজিপি-কে চিঠি লিখে তাঁর প্রাণসংশয়ের কথা বলেন৷ চিঠিতে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আইজিপি এবং এসপি তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন বলে জানতে পেরেছেন তিনি৷ তাঁর কথায়, গারো পাহাড়ে বিজেপির উত্থান দেখে আশঙ্কায় ভুগছেন এনপিপি চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা৷ বিজেপির পক্ষ থেকেও একই সুরে মারাকের রিসর্টে তল্লাশির সমালোচনা করা হয়েছে৷ তারা একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই উল্লেখ করেন৷