Barak UpdatesBreaking News
কাজে যোগ দিলেন না রোজকান্দির শ্রমিকরা
Tea-workers of Rosekandy refuses to resume work

১৭ আগস্টঃ লক আউট প্রত্যাহারের দ্বিতীয় দিনেও কাজে যোগ দিলেন না রোজকান্দির শ্রমিকরা। তাদের সেই একদাবি, আগে বাবুলকুমার সহ ধৃত নেতাদের মুক্তি দিতে হবে। শনিবার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে কাজে যোগ দিতে পরামর্শ দেওয়া হয়।
বরাক চা শ্রমিক ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধিদল এ দিন শ্রমিকদের সঙ্গে বৈঠক করে। রবীন্দ্র শীল, মুন্না সিং ও প্রদীপ চৌহানের কথা শুনলেও তাঁরা তাঁকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে কোনও কথা দেননি। একইভাবে সিট্যুর এক প্রতিনিধিদলও এ দিন বাগানে গিয়েছিলেন।
এ দিকে, বরাক চা শ্রমিক ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক দীননাথ বাউরি বলেন, কাজে যোগ না দেওয়ায় শ্রমিকদেরই লোকসান হচ্ছে। ২৫ জুলাই লক আউটের আগে পর্যন্ত শ্রমিকদের যে মজুরি ও রেশন বকেয়া ছিল, তা শুক্রবারই দেওয়ার কথা ছিল। কিন্তু কাজে যোগ না দেওয়ায় তা মেলেনি।
এ দিকে, আগ্রহী কর্মীদের কাজে বাধাদানের অভিযোগ এনে শিলচর সদর থানায় এজাহার দিয়েছেন ম্যানেজার ঈশ্বরভাই ওবাদিয়া।