Barak UpdatesBreaking News

এসআরএলএম কেন্দ্রে অর্থ সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী পীযূষ
Minister Pijush Hazarika assures financial assistance to SRLM

৬ সেপ্টেম্বর : রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)পীযূষ হাজরিকা শুক্রবার শিলচর বিআরটিএফ ক্যাম্পাসে থাকা এসআরএলএম অর্থাৎ তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন। নগরোন্নয়ন মন্ত্রী হাজরিকা এই এসআরএলএম কেন্দ্রটি পরিদর্শন করার সময় কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি তাঁকে এ ব্যাপারে বুঝিয়ে বলেন।

জেলাশাসক জানান, স্বচ্ছ সুন্দর কাছাড় গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই কেন্দ্রটি শিলচর শহরের ৬টি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। কঠিন ও তরল বর্জ্য সংগ্রহ করে এই কেন্দ্রে এনে পৃথকীকরণের কাজ সুচারুভাবে সম্পন্ন করা হয়ে থাকে। তিনি জানান, তরল ও শুকনো বর্জ্য পৃথকীকরণের কাজে শারীরিক বিকলাঙ্গ কর্মীরাও নিয়োজিত রয়েছেন। জেলাশাসক বলেন, জেলা তথা শহরকে স্বচ্ছ ও সুন্দর হিসেবে গড়ে তুলতে মাছের বাজারগুলিকে পরিষ্কার করে তথা বিভিন্ন জৈব বর্জ্য সংগ্রহ করে গোশালা ইত্যাদিতে ব্যবহারযোগ্য করে তোলা যেতে পারে। বর্জ্যগুলিকে আয়ের সংস্থান হিসাবে গণ্য করা উচিত। এটি কর্মসংস্থান সৃষ্টির একটি উৎস  হিসাবে কাজ করে যাচ্ছে।

কেন্দ্রটি পরিদর্শনকালে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় মন্ত্রীকে জানান, এধরনের উদ্যোগে প্রায় ৯৮ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। এসআরএলএম কেন্দ্রটি পরিদর্শন করে মন্ত্রী হাজরিকা বলেন, এই কেন্দ্রটি রাজ্যের মধ্যে একটি আদর্শ কেন্দ্র। জেলাশাসককে তিনি জানান, এনইউএলএম ফান্ড থেকে এর জন্য অর্থসহায়তা করার ব্যবস্থা করা যাবে। মন্ত্রী এই কেন্দ্রটির সম্প্রসারণ ১০০ শতাংশ করে তোলার জন্য জেলাশাসককে বলেন এবং এ ধরনের উদ্যোগের জন্য তিনি ধন্যবাদও জানান।

এই কেন্দ্রটি পরিদর্শনকালে বিধায়ক কিশোর নাথ, বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই ও অন্যান্য কর্মকর্তা সহ কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মা, শিলচরের এসআরএলএম কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা সহকারী আয়ুক্ত নবনীতা হাজরিকা, মারিয়া তানিম প্রমুখ ছিলেন। স্বচ্ছ সুন্দর কাছাড় মহিলা ফেডারেশনের সদস্যরাও ছিলেন সেখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker