India & World UpdatesBreaking News
ভূমিকম্পে কেঁপে উঠল ওডিশাMild earthquake rocks Odisha
১৯ জুন : বুধবার বিকেল ৫টা ৪৮ মিনিটে আচমকা কেঁপে উঠল পশ্চিম ওডিশা৷ পশ্চিম ওডিশার সম্বলপুর, কুচিন্দা, দেওগড়, রউরকেল্লা, বোনাই ও ঝাড়সুগুডায় এই কম্পন অনুভূত হয়৷ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ওই এলাকার বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন৷ তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ কয়েক সেকেণ্ড ধরে এই কম্পন অনুভব করা যায়৷ তবে আতংক ছড়িয়ে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে৷
তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ এরই মধ্যে ওডিশা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর৷ ওডিশার ছটি জেলায় এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে৷ আঙ্গুল, ঢেঙ্কানল, জাজপুর, কেন্দাপাড়া, বালাসোর ও ভদ্রকে বৃষ্টি হবে৷
এর আগে মঙ্গলবার ফের কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভোরের দিকে এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৯। এই মাসের প্রথম দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাট। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। গুজরাতের পালানপুরের কাছেই এই কম্পনের উৎসস্থল।