India & World UpdatesHappeningsBreaking News
পঞ্জাবে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান
MIG 29 fighter jet crashes in Punjab

৮ মে : পঞ্জাবের হোশিয়ারপুরের কাছে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান মিগ-২৯। তবে এর পাইলট সুরক্ষিত রয়েছে। ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানা গেছে, এই পাইলটকে একটি হেলিকপ্টার উদ্ধার করেছে। আইএএফ জানিয়েছে, বিমানটিতে একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। ফাইটার জেটে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ইজেক্ট করে পাইলট। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের আদেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে একটি মাঠের ওপর ধ্বংসস্তুপের আকারে পড়ে রয়েছে যুদ্ধ বিমানটি। সেটিতে আগুনের শিখাও দেখা গেছে। এক বিমানচালকই যুদ্ধবিমানটি উড়িয়েছিলেন। এটি ছিল নিয়মাফিক উড়ান।
মিগ-২৯ সোভিয়েত আমলের দ্রুত ইন্টারসেপ্টর ফাইটার জেট। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে এই বিমানকে ব্যবহার করেছিল ভারতীয় সেনা। ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে ৬০টিরও বেশি মিগ-২৯ রয়েছে। যেগুলিকে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড মিশনে সমানভাবে সফল হতে পারে এমনভাবে আপগ্রেডও করা হয়েছে।