NE UpdatesHappeningsBreaking News

খনিশ্রমিকদের জন্য ত্রাণ শিবির করছে মেঘালয় সরকার
Meghalaya govt to make relief camps for mine workers

২০ এপ্রিল:  লকডাউনে খনি এলাকার অসহায় শ্রমিকদের জন্য ত্রাণ শিবির  করছে মেঘালয় সরকার। সোমবার  একথা জানিয়েছেন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। পাশাপাশি বয়স্করা যাতে স্বাস্থ্য সুরক্ষার কথা খেয়াল রেখে  খনি অঞ্চলের ভিড়-ভাড় থেকে দূরে চলে আসেন, এই আহ্বানও রেখেছেন। তিনি বলেন, রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে  প্রবীণরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। এঁদের ওপর ভাইরাস বেশি প্রভাব ফেলছে ।ফলে তাঁদের স্বাস্থ্যের দিকে বেশি নজর রয়েছে সরকারের। বিশেষ বিধিনিষেধ ও সতর্কতা জারি করা হয়েছে বয়স্ক নাগরিকদের জন্য। মেঘালয়ও এসব নিয়ম-শৃঙ্খলার বাইরে নয়। কেন্দ্রের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন হয়, এ ব্যাপারে পদক্ষেপ নিতে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসকদের।
মুখ্যমন্ত্রী সাংমা আরও বলেন, লকডাউন চলায় অন্য রাজ্যের  বহু দিনমজুর মেঘালয়ে  আটকা পড়েছেন। খনিতে কাজে এসেই এই সমস্যায় পড়েছেন তাঁরা। মেঘালয় সরকার এসব অসহায় শ্রমিকের পাশে রয়েছে। তাঁরা যাতে অভুক্ত না থাকেন এ বিষয়টি সরকার দেখছে। একই সঙ্গে  দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়া ও ওয়ার্কিং প্রফেসশনালদেরও সাহায্যে দেবে সরকার।
মুখ্যমন্ত্রী বিশেষ মঞ্জুরির অন্তর্গত ৩ হাজার আর্থিক অনুদান দেওয়া হবে ওঁদের। এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য  ১ হাজার ৬১৭ জনের তালিকা তৈরি হয়েছে সরকারিভাবে, জানান মুখ্যমন্ত্রী কনরাড। তিনি এও উল্লেখ করেন, প্রটোকল মেনে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নিয়ে আসা  লরিগুলোকে ভালভাবে স্ক্রিনিং করে, তবেই ছাড়া হচ্ছে। ফলে কিছুটা দেরি হচ্ছে পরিবহনে প্রক্রিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker