Barak UpdatesAnalyticsBreaking News
বিরাট আর্থিক পুরস্কার দিয়ে সরস্বতী বিদ্যানিকেতনের নজরুলগীতি প্রতিযোগিতা
ওয়ে টু বরাক, ৬ আগস্ট : কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরাক উপত্যকা ভিত্তিক একক নজরুল গীতি প্রতিযোগিতার আয়োজন করেছে সরস্বতী সঙ্গীত বিদ্যালয় শিলচর। স্থানীয় গান্ধীভবনে আগামী ২৮ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। তবে প্রসার ভারতীর অনুমোদিত শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
এই সঙ্গীত প্রতিযোগিতার জন্য বড় ধরনের নগদ অর্থের পুরস্কার রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ হাজার টাকা ও শংসাপত্র, দ্বিতীয় পুরস্কার প্রাপক পাবেন ৭ হাজার টাকা ও শংসাপত্র এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫ হাজার টাকা ও শংসাপত্র।