Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে সংবাদকর্মীদের কোভ্যাক্সিন দ্বিতীয় ডোজ
Media fraternity given 2nd dose of Covaxin in Silchar

ওয়েটুবরাক, ২৩ জুন: শিলচরে কর্মরত ১৭৬ জন সংবাদকর্মীকে কোভিডের টিকা ‘কোভ্যাক্সিন’-এর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । শহরের অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায় শিবির  করে বুধবার এই প্রতিষেধক দেওয়া হয়। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এই শিবির  সফল করে তুলতে জনসংযোগ আধিকারিককে নির্দেশ দেন ।

জেলাশাসক জল্লি বলেন, ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে মহামারী কোভিডে সংবাদকর্মীদের কাজ যথেষ্ট প্রশংসার দাবিদার। তাই কর্মরত সাংবাদিকদের জন্য ভ্যাকসিন শিবির আয়োজন করতে পেরে তিনি খুশি ।

জেলা জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী সংবাদকর্মীদের টিকা প্রদান শিবিরে উপস্থিত থেকে  যাবতীয় বিষয় তদারকি করেন। পাশাপাশি শিবিরটিতে শিলচর প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক গৌতম তালুকদার এবং কিংকর দাস সহযোগিতা করেন। পশ্চিম অম্বিকাপুর ক্লাবের কর্মকর্তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উল্লেখ্য, গত ১২ মে শিলচর জেলা পরিষদের কনফারেন্স হলে শহরের ২১০ জন সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যদের কোভিড প্রতিষেধকের প্রথম ডোজ জেলা প্রশাসনের উদ্যোগেই দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker