Barak UpdatesBreaking News

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি শহিদ সুদেষ্ণাকে
Martyr Sudeshna paid rich tributes on her death anniversary

১৬ মার্চ: শ্রদ্ধা, আবেগে সোমবার শহিদ সুদেষ্ণা সিনহার ২৫-তম মৃত্যুবার্ষিকী পালিত হয়৷ শিলচর বিবেকানন্দ রোডে তাঁর মর্মর মূর্তির সামনে প্রচুর নারী-পুরুষ জমায়েত হন৷ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা এর আয়োজক হলেও বহু বাঙালি, হিন্দিভাষী শহিদ সুদেষ্ণার প্রতি শ্রদ্ধা জানাতে জমায়েত হন৷ ছিলেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, ভারতীয় গণনাট্য সংঘ, গণবিজ্ঞান সংস্থা, ইয়াসি সহ বিভিণ্ণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ৷ সবাই মাতৃভাষার প্রসার ও বহুভাষিক চরিত্র অক্ষু্ন্ন রাখার ওপর গুরুত্ব দেন৷ উল্লেখযোগ্য বক্তারা হলেন, চন্দ্রকান্ত সিনহা, যোগেন্দ্রকুমার সিনহা, প্রশান্তকুমার বসু, স্বপনকুমার সিনহা, জ্যোৎস্না রাজকুমারী, উদয়চাঁদ সিনহা, বিবেক আচার্য, রাহুল দাশগুপ্ত, দীপক সেনগুপ্ত, সঞ্জীব রায়, নীলমণি সিনহা, চন্দনা সিনহা, রসবতী সিনহা প্রমুখ৷

এ বার ২৫-তম শহিদদিবস উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা৷ কিন্তু করোনা সতর্কতার দরুন সব কাটছাঁট করতে হয়৷ শেষে সিদ্ধান্ত হয়,  শুধু কর্মকর্তারা গিয়ে শহিদের মর্মরমূর্তিতে শ্রদ্ধা জানাবেন৷ সোমবার সকালে অবশ্য অনেকেই জড়ো হন৷

এই অনুষ্ঠানে যোগেন্দ্রকুমার সিনহা লিখিত গ্রন্থ মুদ্রা প্রকরণ-এর আবরণ উন্মোচন করা হয়৷ আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করেন মহাসভার উপদেষ্টা চন্দ্রকান্ত সিনহা৷

পাথারকান্দির মুন্ডমালাতেও একইভাবে মর্যাদার সঙ্গে শহিদ সুদেষ্ণা সিনহাকে স্মরণ করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পালও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker