India & World UpdatesBreaking News
দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অনলাইন কোর্সMany universities now started online courses
১৭ মে: দেশের শীর্ষস্থানীয় ১০০ টি বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স চালু হচ্ছে শীঘ্রই। আগামী ৩০ মে’র মধ্যেই এ ব্যাপারে অনুমতি দেবে সরকার। প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আর্থিক প্যাকেজের পঞ্চম পর্যায়ের বিস্তারিত জানাতে গিয়ে একথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষাক্ষেত্রে ই-লার্নিং এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। বলেন, বর্তমান করোনা সংকটে শিক্ষকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাস নিচ্ছেন ঠিকই। কিন্তু এটাকে ব্যাপক রূপ দিতে হবে। এজন্য প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। শ্রেণিভিত্তিক টিভি চ্যানেল খোলার বিষয়েও জানিয়ে দেন অর্থমন্ত্রী।
এ দিন, ওয়ান ন্যাশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিক্ষাকে এসব রূপরেখায় নিয়ে যেতে বিশেষ আর্থিক প্যাকেজ উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে স্পষ্ট করেন নির্মলা সীতারমণ। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন খাতে এই প্যাকেজে যে অর্থ বরাদ্দ থাকবে তাও জানান৷ অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনসাধারণের ব্যয়বরাদ্দ বাড়বে। প্রত্যেক ব্লকেই তৈরি হবে সংক্রামক রোগের হাসপাতাল ।
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এমজিএনরেগা প্রকল্পে ৪০,০০০ কোটি অর্থ বরাদ্দ, যে কোনও সম্ভাব্য মহামারি মোকাবিলায় ভারতকে প্রস্তুত করতে জনস্বাস্থ্য ও অন্যান্য স্বাস্থ্য সংস্কারে বিনিয়োগ বৃদ্ধি, পোস্ট-কোভিড সহ প্রযুক্তি চালিত শিক্ষা, কর্পোরেট আইনে পরিবর্তন, কেন্দ্রের তরফে রাজ্যগুলির প্রাপ্ত ঋণের পরিমাণ বাড়ানো, ব্যবসা ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিষয়ে মূলত এ দিন ঘোষণা দেন অর্থমন্ত্রী।