NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
লন্ডনে বসে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণাManipur separatists launch ‘govt in exile’ in UK, announces independence from India
October 30, 2019
৩০ অক্টোবর: লন্ডনে বসে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলেন ইয়ামবাম বীরেন ও নরেংবাম সমরজিৎ নামে দুই ব্যক্তি! তাঁরা নিজেদের মণিপুরের রাজা লেইসেম্বা সানাজাওবার দূত বলে দাবি করেন৷ এখন অবশ্য ব্রিটিশ নাগরিক। তারা বলেন, বীরেণ হচ্ছেন মণনিপুর সরকারের মুখ্যমন্ত্রী ও সমরজিৎ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী।
তাঁদের দাবি, মণিপুরের রাজার নেতৃত্বে তিরিশ লক্ষ মণিপুরির ‘স্বাধীন মণিপুর’ গড়ার সময় এসে গিয়েছে। তবে ইম্ফলে বসবাসকারী রাজা সানাজাওবা জানান, তিনি মোটেই বীরেন ও সমরজিৎকে বিদেশের মাটিতে গিয়ে স্বাধীন মণিপুর ঘোষণা করার নির্দেশ বা ভার দেননি।
রাজ্য সরকার অবশ্য ওই দুই ব্যক্তিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ৷ তবে সমরজিতের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে, এ কথা জানিয়ে বলা হয়েছে, তাকে আগে থেকেই পুলিশ খুঁজছে৷
October 31: In a significant development, two Manipuri leaders claiming to represent King Leishemba Sanajaoba have announced the launch of the ‘Manipur Government in exile’ in London. The two persons, Yamben Biren, who called himself ”Chief Minister of Manipur State Council”, and Samarjit, the so-called ”Minister of External Affairs & Defence of Manipur State Council”, addressed a press conference in London on 29 October, 2019, to declare the “independent state”.
The two separatists, Biren and Samarjit produced some documents to suggest that they have been granted political asylum in the UK in August this year. They claimed that the ‘de jure government’ is shifted from Manipur to London. During the press conference convened by the separatists, a banner behind them was put up which read ”Declaration of Independence of Manipur from India on Oct 29 in London”.
The separatists claimed, “We believe that now is the right time to make public the Independent Government of Manipur before the international community and seek recognition. We call on all the Governments of the sovereign states of the members of the United Nations for their recognition of the de jure and exile Government of the Manipur from today onwards.”
The Manipur Maharaja Leishemba Sanajaoba has in a statement denied he ever gave approval for the two persons to declare independence. According to Angellica Aribam, a Manipuri NSUI leader, the king has stated that he was made to sign some documents by these representatives on the pretext of acquiring some Manipur-related documents and pictures from London. However, he is unaware of the declaration made by these separatists. Meanwhile, Chief Minister of Manipur, N. Biren Singh has said that the case is being probed.