Barak UpdatesAnalyticsBreaking NewsFeature Story
Man takes centenarian old mother in lap to hospitalছেলের কোলে চড়ে মা হাসপাতালে!
১৩ জানুয়ারি: মায়ের কোলে ছেলের কত ছবিই না আমরা দেখি! করিমগঞ্জ দেখল বিপরীত ছবি৷ ৫৫ বছরের ছেলের কোলে শতবর্ষ পেরনো মা৷ কেউ মোবাইলে ছবি তুললেন, কেউ দৌড়ে দেখতে গেলেন৷ সবাই বিস্মিত, আজকের দিনেও এমনটা ঘটে!
নারায়ণ দাসের অবশ্য ওইসবে ভ্রূক্ষেপ নেই৷ মাকে নিয়ে গিয়েছেন ডাক্তার দেখাতে৷ ৪-৫ দিন ধরে জ্বর৷ রাতে ঘুম হয় না৷ দ্রুত ওষুধ নিয়ে ফিরতে পারলে চানা-মোটর নিয়ে বেরোবেন৷ ট্রেনের হকার তিনি৷ দারিদ্রের সঙ্গে লড়ে শৈশবে পড়াশোনা হয়নি বললেই চলে৷ কিন্তু কিছুদিন ধরে তাঁরই শিক্ষাদীক্ষার উচ্ছ্বসিত প্রশংসা হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় বইছে৷ আয়ুষ্মান ভারতের কর্মী মান্না দে বললেন, অশিক্ষিত দরিদ্র মানুষটি আমাদের অনেক কিছু শেখালেন৷
শতায়ু বিধবা অলঙ্গিনি দাসের ৫ বছর ধরে হাঁটাচলা বন্ধ৷ ডাক্তাররা আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর আর উঠে দাঁড়ানো সম্ভব নয়৷ যতদিন বাঁচেন, ওই ভাবেই কাটাবেন৷ তাই বলে কি মায়ের ডাক্তার দেখাবেন না! শ্রীগৌরীর কাছে দক্ষিণ মাছলিতে বাড়ি নারায়ণবাবুদের৷ সেখান থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রোগী আনা-নেওয়ায় প্রচুর খরচ৷ এত টাকা তাঁর হাতে নেই৷ ট্রেনে চানা-মটর বেচে কত আর রোজগার! আজ বললেন, অতশত ভালমন্দ বুঝতে পারি না৷ ডাক্তার দেখাতে হবে, এটাই জরুরি ছিল৷ তাই মাকে কোলে তুলে রওয়ানা হলেন৷ দুই কিলোমিটার হাঁটার পর গাড়িতে উঠলেন৷ নেমে তাঁকে কোলে নিয়েই গেলেন হাসপাতালের ভেতরে৷ স্বাস্থকর্মীরা অবশ্য ছুটে গিয়ে তাঁকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন৷