Barak Updates
পরম্পরা মেনেই শিশু দিবস পালিত মালুগ্রাম সর্বোদয়েMalugram Sarvodaya celebrates Children’s Day as per their tradition
পরে বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্টজনেদের উপস্থিতিতে মূল পর্বের উদ্বোধন হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকারা। পুষ্পার্ঘ অর্পণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে। তবে, এর আগে উৎসবের পরম্পরা মেনে নতুন শিশু সভানেত্রী শুভাঙ্গনা বসুর হাতে প্রদীপ তুলে দিয়ে দায়িত্বভার সমঝে দেন বিদায়ী সভানেত্রী দীপশিখা আচার্য। প্রয়াত লাকু-দা’র আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নবনিযুক্ত শিশুসভানেত্রী।
স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত শিশুদের বিকাশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সম্মিলিত প্রয়াসেই তাঁর এই স্বপ্ন সফল বাস্তবের রূপ নিতে পারে, অভিমত প্রকাশ করেন বক্তারা। ট্রাস্টের সভাপতি ড. সুখময় ভট্টাচার্য লাকু দা’র উদ্ধৃতি দিয়ে বলেন, জন্মদিন পালনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছেন স্বামীজি, নেতাজির মতো মহাপুরুষরা। তাঁদের আদর্শ নিজেদের জীবনে গ্রহণ করছি কই। তাই ব্যক্তিত্ব বিকাশ হচ্ছে না। সঠিকভাবে গড়ে উঠছে না মনুষ্যত্ব।
আইনজীবী শান্তনু নন্দন ভট্টাচার্য বলেন, অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু। অথচ, স্বাধীনতার সাত দশক পেরিয়ে গিয়েও জাতি, ধর্ম, বর্ণ ভেদের উর্দ্ধে নেতাজির দেশপ্রেম ও আত্মত্যাগকে তুলে ধরা হয় না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখর পালচৌধুরী, অতনু চৌধুরী, এন সোম চৌধুরী,অমিত নাগ, রঞ্জিত নাগ প্রমুখ। নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিলচর রোটারি ও রোটারি ক্লাব গ্রেটার। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অশোক কুমার দেব।