Barak UpdatesHappeningsBreaking News
লকডাউন-কার্ফু প্রত্যাহারঃ প্রশাসনকে বণিক সমাজের সাধুবাদLockdown- curfew withdrawn, chamber of commerce thanks administration
৪ সেপ্টেম্বরঃ সাপ্তাহিক লকডাউন ও নৈশ কার্ফু প্রত্যাহার করে নেওয়ায় চেম্বার অব কমার্স-এর দক্ষিণ অসম শাখা সন্তোষ প্রকাশ করেছে। তাঁরা শুরু থেকেই লকডাউনের বিরোধিতা করছিলেন। বিশেষ করে, ব্যবসায়ী বা মার্চেন্টদের আর্জির উল্লেখ করে জেলাশাসকের লকডাউন সুপারিশ করা এবং শেষে লকডাউন কার্যকর হওয়ায় তাঁরা বেশ অস্বস্তিতে পড়েছিলেন। পরে দফায় দফায় উল্লেখ করেন, জেলা প্রশাসন লকডাউন নিয়ে কখনও তাদের সঙ্গে কথা বলেননি, পরামর্শও চাননি।
সভাপতি বিবেক পোদ্দার শুক্রবার বিকালে বলেন, আমাদের দাবি ছিল, সপ্তাহভর ব্যবসা করার পরিবেশ তৈরির জন্য। এরই অঙ্গ হিসেবে আর্জি জানিয়েছিলাম, লকডাউন তুলে নিতে। প্রশাসন তা মেনে নেওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। তাঁর কথায়, এই সিদ্ধান্তের ফলে বণিক সমাজ বিরাট রেহাই পেল। পাশাপাশি তিনি ব্যবসায়ীদের কোভিড বিধি মেনে চলতে আহ্বান জানান। তিনি বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াই, শুধু সরকারের লড়াই নয়। এ প্রতিটি নাগরিকের লড়াই।