NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

স্থানে স্থানে ধস, পাহাড় লাইনে আটকে আছে বহু ট্রেন
Landslide at multiple places, many trains stranded at hill section

ওয়েটুবরাক, ১৪ মে : প্রবল বর্ষণে ডিমা হাসাও জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়৷ ধস পড়ে বহু এলাকায় বাড়িঘর ধ্বংস হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু দোকানপাট, স্কুলগৃহ৷ হাফলং শহরের যেমন দশা, তেমনি অবস্থা বিভিন্ন গ্রামে৷

ধসে আগেই শিলচরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল৷ আজ শনিবার বন্ধ হল রেল চলাচলও৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল এখনও কোনও ট্রেন বাতিল না করলেও জায়গায় জায়গায় চলতি ট্রেনগুলিকে আটকে দেওয়া হয়েছে৷ হারাঙ্গাজাও, দাওতোহাজা সহ বিভিন্ন স্থানে ধস সরানোর পরই ট্রেনগুলিকে এগোনোর নির্দেশ পাঠানো হবে৷ কিন্তু বৃষ্টি এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না৷ ফলে ধস সরানোর কাজেও হাত দেওয়া যাচ্ছে না৷ কিছু জায়গায় এস্ক্যাভেটর কাজে নামানো হলেও ধস পড়া অব্যাহত থাকায় কাজ বন্ধ রাখতে হয়েছে৷

রেল সূত্রে জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাইবাঙ স্টেশনে, ভিস্টাডোম লাংটিঙে, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস হাফলঙ স্টেশনে বসে রয়েছে৷ যাত্রীরা চরম দুর্ভোগে৷ বৃষ্টির জন্য ট্রেন থেকে নামারও সুযোগ মিলছে না৷ কখন ওইসব ট্রেন চলার অনুমতি পাবে, নাকি শেষে বাতিলই হয়ে যায় উদ্বেগে যাত্রীরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker