Barak UpdatesBreaking News
এক সপ্তাহে দ্বিতীয়বার, পাহাড় লাইনে ট্রেনে সন্তান প্রসব
2nd instance in a week, Lady gives birth to a baby inside train at hill section

১৭ মেঃ এক সপ্তাহে দ্বিতীয়বার। পাহাড় লাইনে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম হল। টিটিই, আরপিএফ যাবতীয় ব্যবস্থা করে দেয়। পাশে দাঁড়ান সহযাত্রীরাও। ১০ মে দাওতোহাজা থেকে হাফলং সিভিল হাসপাতালে যাওয়ার পথে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে কন্যাসন্তানের জন্ম দেন নমিতা লংমাইলাং। ১৬ মে রাতে গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে পুত্রসন্তানের জন্ম দিলেন পূজা গৌড়।
ট্রেনে বলে সদ্যোজাতেরা একেবারে অনাদরে ভূমিষ্ঠ হয়েছেন, এমন নয়। দুই ক্ষেত্রেই ডাক্তার-নার্স মজুত ছিলেন। ১০ তারিখের ঘটনায় গুয়াহাটির নেমকেয়ার হসপিটালের নার্সিং স্টুডেন্টরা শিলচর মেডিক্যাল কলেজে সেমিনারে অংশ নিয়ে ওই ট্রেনে ফিরছিলেন। সঙ্গে ছিলেন ডা. অঞ্জলি গোস্বামী ও শুক্লা সরকার। বৃহস্পতিবার রাতের ট্রেনের সিটিটিই জয়দীপ দে ও টিটিই দীপক দাস পূজার প্রসববেদনার কথা শুনেই যাত্রীতালিকা খতিয়ে দেখেন।
তাঁরা খুঁজে বের করেন এসি কামরার যাত্রী ডা. বিকাশকে। তিনি মেডিসিনের ডাক্তার। তবু বললেন, পাশে আছি। বেরিয়ে যায় পাশের কামরাতেই রয়েছেন নার্স শম্পা বৈদ্য। তিনিই হাত লাগান। সেটা কালাচান্দ ও লাংটিং স্টেশনের মধ্যবর্তী স্থান। ছেলের জন্ম দিয়েই অসুস্থ হয়ে পড়েন পূজাদেবী। ট্রেন নিয়ে দাঁড় করানো হয় দাওতোহাজা স্টেশনে। কিন্তু পাহাড়ের ভেতরে কোথায় কী পাবেন! অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ট্রেন থামিয়ে বাড়ি ছুটলেন। নিয়ে আসেন চা, গরম জল, বিস্কুট। কিছুটা সুস্থ বোধ করলে ট্রেন ছাড়া হয়। পরে বদরপুর রেল হাসপাতালে এনে ভর্তি করা হয় মা-ছেলেকে। এখনও তারা রেল হাসপাতালেই চিকিতসাধীন।