Barak UpdatesBreaking News
দিলীপ কুমারের বিরুদ্ধে মামলা করল খিলঞ্জিয়া সমিতিKhilanjiya Samiti files case against Dilip Kumar
৫ এপ্রিলঃ শিলচর লোকসভা আসনে প্রার্থিত্ব প্রত্যাহারকারী দিলীপ কুমারের বিরুদ্ধে থানায় মামলা করল অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা সমিতি। তিনি তাদের হয়েই মনোনয়ন পত্র জমা করেছিলেন। সঙ্গে ছিল তাঁর নিজের সংগঠন রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ। কিন্তু খিলঞ্জিয়া সমিতির কাউকে কিছু না বলে মাঝপথে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। জানিয়ে দেন, চা জনগোষ্ঠীর দাবি-দাওয়া মেটানোর আশ্বাস দিয়েছেন অসমের অর্থমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তাঁদের গুয়াহাটিতে ডেকে কথা বলেছেন বলে জানিয়েছিলেন দিলীপ কুমার। তাতেই ক্ষিপ্ত খিলঞ্জিয়া সমিতি। জোটের প্রার্থী হিসেবে ওই বৈঠকে তাদেরও নিয়ে যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন খিলঞ্জিয়া সমিতির সাধারণ সম্পাদক এস হেরাজিত সিংহ। তিনি দিলীপ কুমারকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। অন্যায়ভাবে অর্থ আদায়েরও অভিযোগ করেন তাঁর নামে।
হেরাজিত বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের পরে আসা কোনও বিদেশিকে ভারতের নাগরিকত্ব দেওয়া চলবে না, এই ইস্যুকে সামনে রেখে খিলঞ্জিয়া সমিতি যখন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে, তখনই দিলীপ কুমার তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এই ইস্যুতে রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের জোরালো সমর্থনের কথা প্রকাশ করে। এর পরই যৌথ সভায় দিলীপ কুমারকে প্রার্থী করা হয়। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাক্স, ব্যানার তৈরির জন্য কিছুও অর্থও দেওয়া হয় তাঁকে। কিন্তু প্রার্থীপদ প্রত্যাহারের মত এত বড় প্রতারণার কথা কল্পনাও করা যায়নি।
এ দিকে, বর্তমানে দিলীপ কুমার বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের পক্ষে প্রচারে ব্যস্ত রয়েছেন। বিশেষ করে, হিন্দিভাষী ও চা জনগোষ্ঠীর বিভিন্ন অঞ্চলে নিয়মিত সভা-সমিতি করে চলেছেন। সোশ্যাল মিডিয়াতেও আওয়াজ তুলেছেন, হর হর মোদি, ঘর ঘর মোদি।
English text here