Barak UpdatesBreaking News
চলে গেলেন প্রাক্তন বিধায়ক কেতকী প্রসাদ দত্ত
Ketaki Prasad Dutta, former MLA of North Karimganj passes away

৮ মে : করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা ভাষাসংগ্রামী কেতকী প্রসাদ দত্ত বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে। বিকেলে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষ দেখা দেখতে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন তাঁর বাড়িতে।
ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। প্রথম জীবনে একজন কংগ্রেস বিরোধী নেতা হিসেবেই তাঁর পরিচিতি ছিল। সত্তরের দশকে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হন। এর পর থেকেই পুরোপুরি তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। পাশাপাশি করিমগঞ্জের সাংস্কৃতিক মহলেও তাঁর যথেষ্ট পরিচিতি ছিল। বহু নাটকে তিনি অভিনয় করেন। প্রয়াত কেতকি প্রসাদ দত্ত ১৯৮৩ সালে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এর দু’বছর পর আসাম চুক্তির জন্য পুনরায় ভোট হলে প্রবল কংগ্রেস বিরোধী হাওয়ায় তিনি হেরে যান।