Barak UpdatesHappenings

কাছাড়ে নেহেরু যুব কেন্দ্রের বক্তৃতা প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ৮ নভেম্বর : নেহেরু যুব কেন্দ্রের কাছাড় জেলা শাখার উদ্যোগে ১৮ থেকে ২৯ বছর বয়সের যুবক-যুবতীদের এক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । বক্তৃতার বিষয় হচ্ছে “দেশপ্রেম এবং জাতি গঠন”।

প্রথমে ব্লক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রত্যেক ব্লক থেকে প্রথম তিন স্থানাধিকারী যুবক-যুবতীকে জেলা ভিত্তিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে । ব্লক ভিত্তিক প্রতিযোগিতা ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে ।। জেলা ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিন স্থানাধিকারীকে যথাক্রমে ৫ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে ।। রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম তিন স্থানাধিকারীকে যথাক্রমে ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে । জাতীয় ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম তিন স্থানাধিকারীকে যথাক্রমে ২ লক্ষ, ১ লক্ষ ও ৫০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে ।। ইংরেজি ও হিন্দি ভাষায় দশ মিনিটের মধ্যে বক্তব্য পেশ করতে হবে ।। বিস্তারিত জানতে শিলচরের নেহরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইয়ুথ কোঅর্ডিনেটর কিংবা ব্লকের নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ প্রয়োজনে ফোন নম্বর 03 842 26 2488-তে যোগাযোগ করা যেতে পারে।

উল্লেখ্য, ব্লক ভিত্তিক স্ক্রিনিং প্রতিযোগিতায় কোনও পুরস্কার দেওয়া হবে না। ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker