SportsBreaking News

আইপিএল ২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত
IPL 2020 postponed indefinitely: BCCI

১৬ এপ্রিল: কোভিড-১৯ বনাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ! বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল নিয়ে  জল্পনা-কল্পনার দৌড় যেন এমনটাই চলছিল। কিন্তু করোনা চ্যালেঞ্জকে শেষপর্যন্ত বাজিমাত দিতে পারেনি আইপিএলের মঞ্চ। বৃহস্পতিবার সবদিক বিবেচনা করে  আইপিএল-২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার অনুষ্ঠানিক ঘোষণা করল বিসিসিআই। লিগের ফ্র্যাঞ্চাইজিদের অবশ্য এব্যাপারে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। বাকি ছিল শুধু অফিশিয়াল বিবৃতির। যা এ দিন জারি করে বিসিসিআই। এরফলে  জনপ্রিয় এই প্রিমিয়ার লিগ চলতি মরশুমে অনির্দিষ্টকালের মতো মুলতুবি হয়ে গেল।

বোর্ড জানিয়েছে, করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে রয়েছে আতঙ্কের ছায়া। ভাইরাস সংক্রমণের ফলে  দেখা দিয়েছে  চরম স্বাস্থ্য সঙ্কট। সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউন জারি করেছে। ফলে,  উদ্ভুত এই পরিস্থিতিতে  পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। আরও জানানো হয়েছে, এই পরিস্থিতিতে দেশের মানুষ ও ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই, এই মুহূর্তে আইপিল-এর আয়োজন সম্ভব হয়ে উঠছে না।

উল্লেখ্য, চলতি মরশুমে নির্ধারিত সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা থাবায় সবকিছু পাল্টে যায়। প্রথম দফায় টুর্নামেন্ট ১৭ দিন পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী তারিখ ছিল ১৫ এপ্রিল। কিন্তু করোনা সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় দেশে লকডাউনের সময়সীমাও ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী মোদি।  ফলে আইপিএল আসর ফের অনিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবার বিসিসিআই-এর বিবৃতিতে  স্পষ্ট হয়ে যায় পুরো বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker