India & World UpdatesHappeningsBreaking News
১৩ জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাIndia to start COVID-19 vaccination from 13 Jan
৫ জানুয়ারিঃ আগামী ১৩ জানুয়ারি থেকে দেশ জুড়ে করোনার টিকা দেওয়া শুরু হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। ১৩ তারিখের মধ্যেই টিকাকরণের কাজ শুরু হবে।’’
গত ২ জানুয়ারি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫১৭টি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া বা ‘ড্রাই রান’ চালানো হয়। এর পরেই পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সাফল্যের কথা জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
মঙ্গলবার তারা দাবি করেছেন, অনুমোদনের ১০ দিনের মধ্যে টিকা উৎপাদন ও ব্যবহারের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ (ডিসিজিআই)-এর তরফে ইতিমধ্যেই ‘নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগ’-এর জন্য কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অক্সফোর্ড ইনস্টিটিউট এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভারতে উৎপাদনের দায়িত্বে রয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-র সহায়তায় কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক।