India & World UpdatesSportsBreaking News
হকিতে ভারতের ব্রোঞ্জ জয়India defeats Germany 5-4, wins bronze in Tokyo Olympics
ওয়েটুবরাক, ৫ আগস্টঃ ৪১ বছর পর হকিতে পদক এলো ভারতে । জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল মনপ্রীত সিংহরা। ম্যাচের শুরুতে ১ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করেন সিমরনজিৎ। লড়াইয়ে ফেরে ভারত। জার্মানি ফের লিড নিলেও ভেঙে পড়েননি তাঁরা। এক সময় ১-৩-এ পিছিয়ে পড়েন। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন। বুঝিয়ে দেন, পদক জেতাই তাঁদের এক মাত্র লক্ষ্য।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করতে ভুল করেননি রূপিন্দর পাল সিংহ। ম্যাচে প্রথম বার এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয়। জার্মানির বিরুদ্ধে ৫-৩ এগিয়ে যান মনপ্রীতরা।
চতুর্থ কোয়ার্টারে লড়াই সব চেয়ে কঠিন হয়ে ওঠে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। কিন্তু ভারতের রক্ষণও কোনও ভুল করতে রাজি নয়। একের পর এক পেনাল্টি কর্নারও আটকে দেন তারা। গোলের সামনে শ্রীজেশ যেন দেওয়াল তুলে দিয়েছেন। তবে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ভারতের পক্ষে খেলার ফল হয় ৫-৪।