NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সুস্মিতার বিকল্প তুলে ধরার চেষ্টা, কংগ্রেসে এলেন ললিতমোহনের নাতনিIn search of an alternative of Sushmita, Congress ropes in granddaughter of Lalit Mohan
ওয়েটুবরাক, ১৭ আগস্ট: তড়িঘড়ি সুস্মিতা দেবের বিকল্প মুখ খুজে বের করল কংগ্রেস৷ আজ মঙ্গলবার দিল্লি থেকে এনে দলে যোগ দেওয়ানো হল করিমগঞ্জের প্রাক্তন সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যর নাতনি নৈঋতা জয় শুক্লাকে। বরাক উপত্যকাতেই বাড়ি৷ রামজস কলেজের ছাত্র সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক৷
প্রদেশ সভাপতি ভুপেন বরা বলেন, “নৈঋতার সঙ্গে আগে থেকেই দলের সম্পর্ক ভালো৷ শীঘ্রই দলের কোনও একটা দায়িত্ব দেওয়া হবে তাঁকে।” নৈঋতা বলেন, “যুব প্রজন্মের রাজনীতিতে যোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অসমের মতো সম্প্রীতির রাজ্যে ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আমি নিজে রাজনৈতিক পরিবার থেকে এলেও শুধুমাত্র বংশানুক্রমে সেই ধারা এগিয়ে নিতে চাইনি। নিজেকে প্রমাণ করতে চেয়েছি।”
কংগ্রেস সিএএ বিরোধী আন্দোলন চালালেও সুস্মিতার নেতৃত্বে বরাক কংগ্রস সিএএর পক্ষে থাকায় অসমে কংগ্রেসকে দ্বিমুখী নীতি নিয়ে চলতে হচ্ছিল। এ ক্ষেত্রে কোন রাস্তায় হাঁটবেন নৈঋতা? তিনি পাশ কাটিয়ে বলেন, “এ ব্যাপারে দলের মতামত দলই বলবে। যে জিনিস মানুষকে খুশি করতে পারছে না তা জোর করে চাপিয়ে না দিয়ে, মানুষ যাতে খুশি থাকেন তা করাই ভাল।”