NE UpdatesBarak UpdatesBreaking News
HSLC/AHM examination in the state beginsরাজ্যে শুরু হল মাধ্যমিক ও হাই মাদ্রাসা
১০ ফেব্রুয়ারি : চলতি বছরের স্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্রাসা পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের ৮৬০টি কেন্দ্রে এ বছর ৩ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। এই পরীক্ষার্থীদের মধ্যে ৩ লক্ষ ৪৮ হাজার ৭৩৯ জন মাধ্যমিক এবং ৯৭০৭ জন পরীক্ষার্থী হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছেন। পরীক্ষা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নিজের টুইটারে সব পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগেই সেবা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এ বছর পরীক্ষার্থীরা উত্তরপত্রে কালো কালি দিয়ে লিখতে হবে। তাছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলেছে সেবা কর্তৃপক্ষ। এ দিকে, সেলফোন এবং এ ধরনের অন্য ডিভাইস ব্যবহার প্রতিরোধ করার জন্য রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জামার ইনস্টল করা হয়েছে। সেবা চেয়ারম্যান আর সি জৈন গত মাসে বলে দিয়েছেন, যদি কোনও ছাত্রকে নকল করায় বা মোবাইল ফোন ব্যবহার করতে বা পরীক্ষকের নির্দেশ অমান্য করতে দেখা যায়, তাহলে সেই ছাত্রকে তিন মাস পর্যন্ত বরখাস্ত হতে পারে। এদিকে, প্রতিটি জেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন।