NE UpdatesBarak UpdatesBreaking News
বুধবার থেকে আসামে শুরু উচ্চতর মাধ্যমিকHS Final to start in Assam from Wednesday
১১ ফেব্রুয়ারি : আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে। রাজ্যের ৭৭২টি কেন্দ্রে অনুষ্ঠেয় এই পরীক্ষায় দু লক্ষ ৩৪ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী বসছেন। এর মধ্যে কলা শাখায় ১ লক্ষ ৭৫ হাজার, বিজ্ঞান শাখায় ৪০ হাজার ও বাণিজ্য শাখায় ১৮ হাজার পরীক্ষার্থী অবতীর্ণ হবেন।
পরিষদের অধ্যক্ষ ও সচিব জানিয়েছেন, এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে জন্য বিশেষ সর্তকতা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ২০ থেকে ২৫টি পরীক্ষাকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেগুলোতে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশ্নপত্রের ক্ষেত্রে কোনও ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে না।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, এই পরীক্ষায় সফলভাবে অবতীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমাজে গৌরব নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সব শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা কামনা করেছেন।