Barak UpdatesBreaking News
সমর্থকদের সঙ্গে শিলচরে বিজয় মিছিলে রাজদীপ, গেলেন সুস্মিতার বাড়িও
Historic Victory: Thousands walk the streets of Silchar with triumphant Rajdeep

২৪ মে : শিলচর লোকসভা আসনে বিজয়ী রাজদীপ রায়কে নিয়ে শুক্রবার শহরে বিজয় মিছিল বের করল বিজেপি। এ দিন শহরের ইটখলা বিজেপি কার্যালয় থেকে এই মিছিল বেরিয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি হয়ে যায় লিংক রোড পর্যন্ত। এই বিশাল শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেন। তাছাড়া বিজেপি জেলা কমিটি, শহর ও মণ্ডল কমিটির কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মীরাও এতে শামিল হয়েছেন।
বিজয় মিছিলে অংশ নেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস, জেলা সভাপতি কৌশিক রাই, তিন বিধায়ক দিলীপ কুমার পাল, আমিনুল হক লস্কর ও কিশোর নাথ। বাতাসে আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে তাঁরা কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন। বিশেষ করে গানের তালে তালে মহিলাদের নৃত্য বিজয় মিছিলে সবার নজর কাড়ে।
মিছিল থেকে বারবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আওয়াজ ওঠে। সড়কের দুপাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে বিজেপির নতুন সাংসদকে স্বাগত জানান। সড়কের বিভিন্ন মোড়ে মিছিলের গতি আটকে জনগণ ফুলমালায় বিজেপি সাংসদকে সম্ভাষণ জানান।
অন্যদিকে শুক্রবার সাংসদ রাজদীপ শিলচর তারাপুরে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি প্রাক্তন বিধায়ক বিথীকা দেবের আশীর্বাদও কামনা করেন।