Barak UpdatesHappeningsBreaking News
সার্কিট হাউসের কেন্টিন অংশুমানকেই চালাতে বলল হাইকোর্ট
High Court allows Angshuman Bhattacharjee to run the canteen at Circuit House

ওয়েটুবরাক, ১৩ জুনঃ চুক্তির শর্ত ভেঙে আচমকাই শিলচর সার্কিট হাউসের কেন্টিন চালানোর দায়িত্ব অংশুমান ভট্টাচার্যের হাত থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল জেলা প্রশাসন। তাঁর জায়গায় পিনাক চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অংশুমান এই নির্দেশের বিরুদ্ধে গৌহাটি হাই কোর্টে গেলে বিচারপতি জানিয়ে দিয়েছেন, এ ভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করা যায় না। তাই পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত অংশুমানই কেন্টিন চালানোর অধিকারী।
অংশুমান ভট্টাচার্য আদালতকে জানিয়েছেন, ২০১৯ সালের ১৯ জুন তিনি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে কেন্টিন চালানোর বরাত পান।সে জন্য ২৫ হাজার টাকা সিকিউরিটি মানিও জমা করেন। পরে জেলাশাসকের সঙ্গে তাঁর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। তাতে বলা হয়েছে, এই চুক্তি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে এক বছর কার্যকর থাকবে। তবে জেলাশাসক চাইলে তা তিনবছর পর্যন্ত বাড়াতেও পারেন। আবার জেলাশাসক কোনও কারণ না দেখিয়ে এক মাসের সময় দিয়ে অন্য কাউকেও কেন্টিন চালানোর দায়িত্ব দিতে পারেন।
অংশুমান আদালতকে দেখান, এক বছরের চুক্তির মেয়াদ পূর্তির দুই দিন আগেই অর্থাৎ ২০২০ সালের ২৯ আগস্ট তিনি ডেপুটি কমিশনারকে কেন্টিন চালাতে অনিচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। অতিরিক্ত জেলাশাসক তখন তাঁর বকেয়া ভাড়া মিটিয়ে দিতে বললে তিনি সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন।
এর আগেই অবশ্য ২৬ আগস্ট জেলা প্রশাসন কেন্টিন চালানোর টেন্ডার ডাকে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। ফলে ৩১ আগস্ট অতিরিক্ত জেলাশাসক তাঁকেই কেন্টিন চালিয়ে যেতে বলেন। অংশুমান তাই করছিলেন। জেলা প্রশাসন পুরনো টেন্ডারটিকে বাতিল না করেই ৩০ সেপ্টেম্বর আরেকটি টেন্ডার ইস্যু করে। তাতে অংশুমানও অংশ নেন। সেটিও বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে এ বছরের ২৫ মে জেলাশাসক অংশুমানকে সার্কিট হাউসের কেন্টিন ছেড়ে দিতে বলেন। সে জন্য তাঁকে ৩১ মে পর্যন্ত দেওয়া হয়।
তা হাতে পেয়েই রিট পিটিশন করেন অংশুমান। জবাবে আইনজীবীর মাধ্যমে জেলাশাসক জানান, পিনাক চক্রবর্তীই এখন কেন্টিননি চালাচ্ছেন।
কিন্তু অন্তর্বর্তী রায় দিতে গিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, পিনাককে কী করে আচমকা কেন্টিন চালানোর দায়িত্ব দেওয়া হল? অংশুমানকে সরিয়ে যদি অন্য কাউকে দিতে হয়, তাহলে বৈধ উপায়ে সরকারি নির্দেশে তা করতে হতো। এ ক্ষেত্রে তা হয়নি বলে অংশুমানকেই আপাতত কেন্টিন চালিয়ে যেতে বলেছে হাই কোর্ট। আগামী ১৭ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।