Barak UpdatesHappeningsBreaking News
লকডাউনে শহর ঘুরে প্রবীণদের বিনামূল্যে সেলাইন-ইনজেকশন দিচ্ছেন যুবক
১৮ এপ্রিল : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এ অবস্থায় কোভিড-১৯ থেকে বাঁচতে চলছে লকডাউন। এতে জীবিকা অর্জন যেমন অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তেমনি স্বাস্থ্য পরিষেবা নিয়েও নানা সমস্যার সম্মুখীন মানুষ। যাঁদের সেলাইন বা ইনজেকশন নিতে হচ্ছে, তাঁদের মধ্যে অনেকেই সমস্যায় ভুগছেন। লকডাউন চলতে থাকায় তাঁরা অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না। এইসব সমস্যাদীর্ণ মানুষের কথা চিন্তা করে এগিয়ে এলেন সোনাই রোড শরৎপল্লির রাতুল কান্তি পাল।
তিনি লকডাউন শুরু হওয়ার পর থেকে বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনামূল্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি পাড়ায় পাড়ায় ঘুরে বয়স্ক লোকদের জন্য, যারা ঘর থেকে বেরোতে পারছেন না, তাদের স্যালাইন ও ইনজেকশন সহ ওষুধ পৌছে দেওয়ার কাজ করছেন। তিনি জানান, এতে মনের তৃপ্তি ও শান্তি মিলছে। যতদিন পর্যন্ত লকডাউন চলবে, ততদিন ধরে তিনি তাঁর এই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।