Barak UpdatesHappeningsBreaking News
গরমের জন্য কাছাড়েও স্কুল শুরু সাড়ে সাতটায়
ওয়েটুবরাক, ৪ জুন: তীব্র দাবদাহের দরুণ কাছাড় জেলায়ও স্কুলসমূহের সকালসূচিতে পরিবর্তন আনা হয়েছে৷ সোমবার থেকে সকাল নয়টার পরিবর্তে সাড়ে সাতটায় স্কুল চালু হবে৷ সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলকেই সময়সূচি সংক্রান্ত নতুন নির্দেশ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাপমাত্রার প্রাবল্যের নিরিখে জেলা প্রশাসনকেই স্কুলের সময়সূচি বদলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল৷ এর পরেই বিভিন্ন জেলা প্রশাসন পৃথক ভাবে সকাল সাড়ে সাতটায় স্কুল শুরুর নির্দেশ জারি করে৷
শনিবার এক আদেশ জারি করে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা বলেছেন, গত সপ্তাহে ক্রমাগত উচ্চ তাপমাত্রার এবং পারদের স্তরের ক্রমাগত বৃদ্ধি বিবেচনা করে, শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । এই আদেশে আরও বলা হয়েছে, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পরই ৫ জুন তারিখ থেকে সংশোধিত স্কুলের সময় কার্যকর করা হয়েছে ।
কাছাড় জেলার অধীনে সরকারি ও বেসরকারি উভয় স্কুলের জন্য সংশোধিত স্কুলের সময় শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে এবং এল পি স্কুল ছুটি হবে ১২টা ১৫ মিনিটে, ইউপি স্কুলের জন্য সকাল ৭-৩০ টা মিনিট থেকে ১২-৪৫ মিনিট পর্যন্ত এবং হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য সকাল ৭-৩০ টা থেকে ১-১৫ মিনিট পর্যন্ত।