Barak UpdatesHappeningsBreaking News

Grocery shops to remain open from 8 AM to 7 PM
রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে মুদি দোকান

২৫ মার্চ: লকডাউনে মুদি দোকান খোলা রাখতে কোনও আপত্তি নেই৷ বুধবার প্রথমদিন বলে অনেকের সমস্যা হয়৷ বৃহস্পতিবার থেকে সব ঠিকঠাক চলবে, জানিয়েছেন জেলাশাসক বর্ণালী শর্মা৷ বুধবার শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তিনি৷ সঙ্গে ছিলেন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়৷ অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশসুপাররাও আলোচনায় উপস্থিত ছিলেন৷ দীর্ঘ আলোচনার পর স্থির হয়, বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট সূচি অনুসারে দোকান খোলা-বন্ধ হবে৷ বৈঠকেই ওই সূচি চূড়ান্ত হয়৷ সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত মুদি দোকানগুলো খোলা থাকবে৷ ফুডগ্রেইনসের পাইকারি দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত৷

Rananuj

পাইকারি কি খুচরো, সব বিক্রেতাদের করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে বললেন জেলাশাসক শর্মা৷ তিনি নিয়মিত হাত ধোয়া, দোকানে ভিড় না জমানো এবং ক্রেতাদের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন৷

মুদি দোকানের সূচি বেঁধে দিয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা প্রশাসনও৷ হাইলাকান্দিতে সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে বেচাকেনা সেরে নিতে বলেন জেলাশাসক কীর্তি জল্লি৷ করিমগঞ্জে ওই সময়সীমা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker