Barak UpdatesHappeningsBreaking News

গ্রিন করিডর গড়ে শিলচর থেকে করোনা রোগী গুয়াহাটিতে
Green Corridor again in Silchar, patient taken by air ambulance to Guwahati

ওয়েটুবরাক, ৫ জুনঃ গ্রিন করিডর গড়ে আরও এক রোগীকে শিলচর থেকে অন্যত্র পাঠানো হল। আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে গুয়াহাটিতে গেলেন এক করোনা রোগী। শুক্রবার জেলাশাসক কীর্তি জল্লি পুলিশকে গ্রিন করিডরের ব্যবস্থা করতে বলেন। সেইমত আজ বেলা বারোটায় মেহেরপুরের নাইটিঙ্গেল নার্সিং হোম থেকে মঞ্জুর আহমেদ লস্কর নামে ৩৮ বছর বয়সী রোগীকে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানো হয়। রোগী ধলাই থানাধীন হাওয়াইথাঙের বাসিন্দা।

Rananuj

গত ২৭ মে কোভিড টেস্ট করালে পজিটিভ ধরা পড়ে। সে দিনই তিনি নাইটিঙ্গেল নার্সিং হোমে ভর্তি হন। কিন্তু অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় উন্নত চিকিতসার জন্য লস্কর পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রোগীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে অবতরণ করেছে।

এটি বরাক উপত্যকা থেকে গ্রিন করিডর গড়ে বাইরে রোগী পাঠানোর তৃতীয় ঘটনা। আর শুধু গ্রিন করিডর বললে চতুর্থ৷ গত সপ্তাহে পিকে মিশ্র নামে এক রোগীকে গ্রিন করিডর করে বিমানবন্দরে নেওয়া হয়েছিল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিমানে চড়ার উপযোগী না থাকায় মেডিক্যাল কলেজেই ফিরিয়ে নেওয়া হয়েছিল৷ এর কিছুক্ষণের মধ্যে মারা গিয়েছিলেন মিশ্রবাবু৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker