India & World UpdatesAnalyticsBreaking News
ধীরে ধীরে শ্রমিক ট্রেনের চাহিদা কমছে : রেল বোর্ডGradually the demand of Shramik trains are decreasing: Railway Board
৩০ মে : ধীরে ধীরে শ্রমিক স্পেশাল ট্রেনের চাহিদা কমছে। অন্যত্র কাজ করা শ্রমিকদের একটা বড় অংশ ইতিমধ্যেই বাড়ি পৌছে গেছেন। আর সেজন্য রাজ্যগুলোর তরফে চাহিদাও অনেক কম। রেলওয়ে বোর্ডের অধ্যক্ষ বিনোদ কুমার যাদব জানান, ২৪ মে মে রেলের পক্ষ থেকে রাজ্য সরকারগুলোকে তাদের ট্রেনের প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সে সময় বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী ৯২৩টি ট্রেনের দরকার ছিল। তিনি বলেন, একইভাবে ২৯ মে ফের রাজ্য সরকারের কাছে ট্রেনের বিষয়ে জানতে চাওয়া হয়। এতে দেখা গেছে, ট্রেনের প্রয়োজনীয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। বিভিন্ন রাজ্যের সরকার ৪৪৯টি ট্রেনের কথা বলেছে।