Barak UpdatesHappeningsBreaking News
বরাকে মিনি সচিবালয়, বিজ্ঞপ্তি জারিGovernor issues notification of Mini Secretariat in Barak
২০ ফেব্রুয়ারি: ছয়টি বিভাগ নিয়ে বরাক উপত্যকায় মিনি সচিবালয়ের কাজ শুরু হবে, মন্ত্রিসভার বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল৷ আজ শনিবার সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার-সচিব এম এস মণিভান্নান ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনস্বার্থে এবং প্রশাসনকে জনগণের দরজায় পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন বরাকের উন্নয়নমূলক কাজকর্মের দেখভাল, তদারকি সহ সবকিছু এই অঞ্চলেই সম্পন্ন হবে৷ রাজ্যপালের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে বলেই কমিশনার-সচিব মণিভান্নান জানিয়েছেন৷
অনুমান করা হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক সফরে আসছেন৷ তখন তিনি পুরসভা ভবন সংলগ্ন নবনির্মিত সার্কল অফিসে মিনি সচিবালয়ের কাজকর্মের সূচনা করবেন৷