HappeningsBreaking News

প্রেমিকের বিরুদ্ধে মামলা তুলে না নিলে আত্মহত্যা, ফেসবুকে বাবাকে হুমকি
Girl threatens father of committing suicide, if case against her lover not withdrawn

২১ জুনঃ ‘দুই দিনের মধ্যে প্রেমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নাও। না হলে তৃতীয় দিনে মেয়ের মৃতদেহ পাবে।’ ফেসবুক লাইভে, বাবার উদ্দেশে এ ভাবেই আত্মহত্যার হুমকি দিল হোজাইর এক তরুণী।

Rananuj

প্রেমিক মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি দীপিকা মালাকারের বাবা-মা। তাই বাড়ি ছেড়ে পালায় তারা। গত বুধবার ফেসবুকে প্রথম ভিডিও আপলোড করে সে জানিয়ে দেয়, পাঁচ বছরের সম্পর্ক। তাই মতিউরকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে স্বেচ্ছায় চলে এসেছে সে।  অন্যত্র বিয়ে ঠিক করাতেই যে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, উল্লেখ করেছে সে কথাও। এর মধ্যে তাদের বিয়ে হয়ে গিয়েছে বলেও জানায় ফেসবুকে।

তাতেই পরিস্থিতি বিগড়ে যায়। মেয়ের পরিবার মতিউরের বাড়িতে হামলা চালায়, আগুন লাগায় বলে অভিযোগ। দুই পরিবার একে অন্যের বিরুদ্ধে মামলা করে। দীপিকার পরিবার পুলিশে এফআইআর দিয়ে দাবি করে, মেয়েকে ফুঁসলে নিয়ে পালিয়েছে মতিউর। এরই প্রেক্ষিতে শুক্রবার মেয়েটি ফের ফেসবুকে ভিডিও করে। স্পষ্ট জানায়, সে স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে গিয়েছে। তাই দু’দিনের মধ্যে মামলা না ওঠালে সে তৃতীয় দিন আত্মহত্যা করবে। সে অভিযোগ করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বাড়ির মানুষ মতিউরের সর্বনাশ করতে চাইছে। দীপিকা আম জনতার কাছে এ বিষয়ে সাহায্য প্রার্থনা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker