NE UpdatesAnalyticsBreaking News
জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারে কোভিড এসওপি : স্বাস্থ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৮ ডিসেম্বর : কোভিড নিয়ে বর্তমানে গোটা চিনে হাহাকার পরিস্থিতি। সে দেশের প্রতিটি হাসপাতালে আক্রান্তের ভিড় উপচে পড়ছে। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট বিএফ৭ নিয়ে শঙ্কিত ভারতও। দেশের বিভিন্ন রাজ্যে কোভিড মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কোভিড সংক্রান্ত বিষয়ে মুখ খুললেন অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।
স্বাস্থ্যমন্ত্রী বুধবার বলেছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে কোভিড সংক্রান্ত এসওপি জারির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি দেখেই এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অসম সরকার। তাঁর কথায়, নতুন বছরের প্রথম সপ্তাহেই কোভিড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকাশ্য স্থানে জনগণকে অবশ্যই মাস্ক পরতে হবে।