India & World UpdatesHappeningsBreaking News
মনোরঞ্জন ব্যাপারি পশ্চিমবঙ্গের বিধায়ক নির্বাচিতFrom a rickshaw puller to MLA, the journey of Manoranjan Byapari
ওয়েটুবরাক, ৫ মেঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বলাগড় আসনে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। বিশিষ্ট কলমচি, দলিত প্রতিনিধি মনোরঞ্জন ব্যাপারী এ বার তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিজেপির সুভাষচন্দ্র হালদারকে ৭৫ হাজার ভোটে পরাস্ত করেন। সিপিএম প্রার্থী মহামায়া মণ্ডলকে তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়।
রিকশা চালাতেন মনোরঞ্জন ব্যাপারী। একদিন মহাশ্বেতা দেবীকে রিকশায় তুললে জীবন নতুন বাঁক নেয় তাঁর। এ বার তৃণমূল কংগ্রেস তাঁকে বলাগড়ে প্রার্থী করলে রিকশা চালিয়ে যান মনোনয়ন পত্র জমা করতে। তবে এখন আর তিনি রিকশা চালান না। কবেই অঙ্গনওয়াড়ির খিচুড়ি রান্নার কাজ পেয়ে রিকশা ছেড়ে দেন।
তাঁর নির্বাচনী জনসভায় গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একদিন রান্নার বদলে অন্য কোনও কাজ চাইলে আমি তাঁকে গ্রন্থাগারে এনেছিলাম। দলিত সাহিত্য অ্যাকাডেমি করেছি তাঁকে মাথায় রেখে। এখন তাঁকে সঙ্গে নিয়েই বলাগড়ের উন্নতির জন্য কিছু কাজ করতে চাইছি।
মমতার বক্তৃতাতেই জোর হাওয়া বয়ে চলে মনোরঞ্জন ব্যাপারীর অনুকূলে। ওই হাওয়ায় ভর করেই বিজয়ী হলেন।