NE UpdatesIndia & World UpdatesBreaking News
বেসরকারি ল্যাবেও বিনামূল্যে করোনা টেস্ট
Free COVID-19 test done in private labs also
April 8, 2020

৮ এপ্রিল: এখন থেকে বেসরকারি ল্যাবগুলোতেও বিনামূল্যে হবে করোনা টেস্ট। কেবল সরকারি নয়, বেসরকারি হাসপাতাল-ল্যাবে এই টেস্ট করাতে কোনও টাকা খরচ করতে হবে না কাউকে। বুধবার এক রায়ে করোনা স্ক্রিনিং ও সংক্রমণ নির্ণযের ক্ষেত্রে এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে, কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষা-নিরীক্ষায় কোনও টাকা চাইতে পারবে না বেসরকারি ল্যাবগুলো। না হলে ল্যাবে টেস্ট করাতে খরচ করতে হতো ৪৫০০ টাকা।

করোনা সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করতে কেন ৪৫০০ টাকা খরচ হবে? কেন বিনামূল্যে নয় এই টেস্ট? করোনা সঙ্কটের তুলনায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা মোটেই পর্যাপ্ত নয় এসব প্রশ্ন ও বিভিন্ন যুক্তি-তর্কের ভিত্তিতে সম্প্রতি একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এর প্রেক্ষিতেই এ দিন গুরুত্বপূর্ণ রায়টি দেয় সুপ্রিম কোর্ট।

অশোক ভূষণ ও এস রবীন্দ্র ভাট এর দুই সদস্যের বিচারকের বেঞ্চ জানায়, বর্তমানে দেশ করোনা নামের বিপর্যয়ের সঙ্গে যুজছে। লড়াই করছে এক মহামারির সঙ্গে। এই অবস্থায় কেউ যাতে টাকা বা সুযোগ-সুবিধের অভাবে করোনা টেস্টি থেকে বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখতে হবে। এই অবস্থায় সরকারি পরিষেবার সঙ্গে তালমিলিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে বেসরকারি হাসপাতাল- ল্যাবগুলোও। শুধু রায় ঘোষণা করেই থেমে থাকেনি বিচারকের এই বেঞ্চ। অবিলম্বে তা কার্যকর করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকারকে। প্রসঙ্গত, করোনায় দেশে বুধবার বিকেল পর্যন্ত ৫১৯৪ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসের মারণ থাবায় প্রাণ গেছে ১৪৯ জনের।
