Barak UpdatesHappeningsBreaking News
ঘুংগুরে ১৭০ পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন ইউবিআই কর্মীরা
UBI employees association gives aid to 170 families at Ghungoor

১২ এপ্রিল : ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটি ঘুংগুরে রবিবার এক ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ১৭০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাবার সামগ্রী। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কিছু সামগ্রীও বিতরণ করা হয়। সংস্থার পক্ষে রাফেজ উদ্দিন আহমদ, পাউজান রংমাই, সঞ্জয় দাস, রাহুল রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।
রাহুল রায় বলেন, লকডাউন থাকায় রুজি-রুটি নিয়ে খুব বিপদে পড়েছিল এই পরিবারগুলো। এদের মধ্যে অনেকের তো রেশন কার্ডও নেই। তাই খাবার জোগাড় করা মুশকিল হয়ে পড়েছে। অন্যান্য সংস্থাকেও এঁদের সহায়তা করার অনুরোধ জানান তিনি।