India & World UpdatesBreaking News

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন প্রয়াত
Former Chief Election Commissioner T.N. Seshan expired

১১ নভেম্বর : প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন প্রয়াত হয়েছেন। রবিবার চেন্নাইতে ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে রূপায়ণ করে তিনি সবার নজর কেড়েছিলেন। তাঁর কার্যকালে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও সহ বিহারের সে সময়ের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব কেউই রেহাই পাননি। তিনি ছিলেন প্রথম নির্বাচন কমিশনার, যিনি বিহারে চারটি পর্যায়ে ভোটগ্রহণ করিয়েছিলেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন।

টি এন সেশন ছিলেন দেশের দশম মুখ্য নির্বাচন কমিশনার। ১৯৯০ সালে তিনি এই পদে আসীন হয়েছিলেন। এর আগে তিনি কেন্দ্রের বেশ কয়েকটি মন্ত্রকে কাজ করেন। সর্বত্রই সংস্কার আনতে সক্ষম হন।

কেরলের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ তাঁর। বাবা ছিলেন একজন আইনজীবী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।  ১৯৫৪ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতীয় প্রশাসনিক সেবায় নিযুক্তি লাভ করেন। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে কেবিনেট সচিব পদে উন্নীত হন।

তিনি তামিলনাড়ুর ক্যাডার হিসেবে ১৯৫৫ সালে আইএএস আধিকারিক ছিলেন। ১৯৯০ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯৬ পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। তিনি ইংরেজি ছাড়াও তামিল, মালয়ালম, সংস্কৃত, কানাড়া, মারাঠি ও গুজরাটি ভাষায় দক্ষ ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার থাকার সময় তিনি দু’বার আসামে এসেছিলেন। একবার তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker