Barak UpdatesHappeningsSportsBreaking News

রেফারিদের আবার টেস্ট নিতে বললেন বিজেন্দ্র
Football referees to appear for annual fitness test: DSA

ওয়েটুবরাক,  ২৫ মে : বরাক উপত্যকার রেফারিদের বার্ষিক ফিজিক্যাল টেস্ট নতুন করে নিতে বলল শিলচর জেলা ক্রীড়া সংস্থা৷ আসাম ফুটবল অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে সচিব বিজেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, গত ১৫ মে রাজ্য ফুটবল রেফারিদের ফিজিক্যাল টেস্টের দিন ধার্য ছিল৷ বরাকের রেফারিরা সেদিন ট্রেনে গুয়াহাটি রওনা হয়েছিলেন৷ কিন্তু পাহাড়লাইনে ধসের দরুন তাঁদের ডিটকছড়া থেকে ফিরে আসতে হয়৷ পরে সড়কপথে যেতে চাইলে তাও হয়নি৷ মেঘালয়ের রাস্তাতেও ধস নামে৷ বিজেন্দ্রর অনুরোধ, রাজ্যের বন্যাক্রান্ত প্রার্থীদের ফিজিক্যাল টেস্টের জন্য আরও একটা দিন ধার্য করা হোক৷ বিজেন্দ্রর প্রস্তাব, এই টেস্ট শিলচরে করা হলে তাঁর সংস্থা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker