India & World UpdatesHappeningsBreaking News

পুরনো দিল্লির সবজি বাজারে আগুন, হত ৪৩
Fire breaks out at Sabzi Mandi in Old Delhi, 43 dies

৮ ডিসেম্বর: পুরনো দিল্লির সবজি বাজারে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ সবাই কারখানার শ্রমিক৷ আহত হয়েছেন আরও অন্তত ৫০জন৷ তাদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন৷ বাকিরা ব্যাপক ধোয়ায় শ্বাসকষ্টে ভুগছিলেন৷

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তিনি জানান, আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় রাজ্য সরকার বহন করবে৷

আগুন লাগে মূলত বহুতল এক কারখানায়। কারখানার ভিতরে অনেকে ছিলেন। ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীই উদ্ধারের কাজ শুরু করেন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫টা ২২ মিনিটে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। পরে আরও ১৫টি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker