Barak UpdatesHappeningsBreaking News
পরিবেশ দিবসের প্রতিযোগিতা: ছবি এঁকে আজই পাঠান
১ জুন : আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শিলচরের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শুকতারা। বর্তমান করোনা পরিস্থিতি এবং তার ফলে সৃষ্টি হওয়া সংক্রমণের সম্ভাবনা মাথায় রেখে এবছর বিশ্ব পরিবেশ দিবসের অঙ্কন প্রতিযোগিতাটি অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা! এই প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। পরিবেশ বিষয়ক যে কোনও ছবি এঁকে শুকতারার ইমেইল আইডি suktara.silchar@gmail.com এ মঙ্গলবারই আপলোড করতে হবে৷ সঙ্গে দিতে হবে বিদ্যালয়ের পরিচয় পত্র এবং অভিভাবকের ফোন নাম্বার। নিরপেক্ষ বিচারকরা ৫ জুন এই ছবিগুলি বিবেচনা করে এ, বি ও সি গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা করবেন।বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
এ বছরেও পরিবেশ বিষয়ক এক অনলাইন সেমিনারের আয়োজন করেছে শুকতারা। শুক্রবার রাত আটটা থেকে শুকতারা শিলচরের নিজস্ব ফেসবুক পেইজ থেকে এই সেমিনার শোনা যাবে ৷ এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.পার্থঙ্কর চৌধুরী৷ ওই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণজ্যোতি নাথ এবং বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরীও এ দিন বক্তৃতা করবেন|