Barak UpdatesCulture

ভয়! বরাক-সুরমা নাট্য উৎসব স্থগিত
Fear! Barak-Surma drama fest postponed

২৩ ফেব্রুয়ারিঃ আগামী ৮, ৯ ও ১০ মার্চ শিলচরে অনুষ্ঠেয় বরাক-সুরমা নাট্য উতসব স্থগিত করা হল। ভয় পেয়েই যে আয়োজকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা শনিবার প্রেসবিবৃতি দিয়ে থোলামেলাই জানিয়েছেন আয়োজকরা। তাঁরা বিবৃতিতে বলেছেন, একটি গোষ্ঠী এই আয়োজনের প্রকাশ্য বিরোধিতা করে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। তাতেই উদ্বিগ্ন মূল আয়োজক ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি এবং সহযোগী গণসুর, দশরূপক সাংস্কৃতিক সংস্থা, ভাবীকাল, দলছুট ও হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ।

তাদের বেশি ভয়ের কারণ, এই উতসবে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশ থেকেও একটা বড়সড় নাট্যদলের আসার কথা ছিল। শ্রীজাতের অনুষ্ঠানের অভিজ্ঞতার উল্লেখ না করলেও তাঁরা জানান, সবদিক বিবেচনা করেই কোনও ঝুঁকি নিতে চাইছি না। এ নিয়ে শুক্রবার সবকটি সংগঠন সভায় বসে। সেখানেই স্থগিত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

পাশাপাশি তারা জেলা গ্রন্থাগারের নব-নির্মাণ কর্মকাণ্ডের কথা ভেবেও অনুষ্ঠানটি পরে করার কথাই ভাবেন। ভাঙাগড়ার দরুন ঠিক ওই সময়ে হল পাওয়া নিয়ে সন্দেহের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছেন। আয়োজকদের পক্ষে চিত্রভানু ভৌমিক বলেন, পরবর্তী তারিখ চূড়ান্ত হলে সবাইকে জানানো হবে।

তবে শ্রীজাতের অনুষ্ঠান বানচাল করা, বরাক-সুরমা নাট্য উতসব হতে না দেওয়ার মত ঘটনা ক্রমে বেড়ে চলায় উপত্যকার সংস্কৃতিমনস্ক মানুষ উদ্বেগে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে দুপুর থেকে  লেখালেখি হচ্ছে।

পড়ুন: মার্চে শিলচরে তিনদিনের বরাক-সুরমা নাট্যোৎসব

প্রসঙ্গত, নাট্য উতসবের উদ্বোধনী পর্বে শুভপ্রসাদ নন্দী মজুমদারকে সংবর্ধনা জানানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তা জেনেই রেগে ওঠে একটি মহল। তাদের অধিকাংশ গেরুয়াবাহিনী হিসেবে শহরে পরিচিত। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কথাবার্তা বলতে শুরু করে। বরাক-ব্রহ্মপুত্র উতসব না করে বরাক-সুরমা কেন করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন এরা। তবে নাটক নয়, তাদের আপত্তি যে শুভপ্রসাদের সংবর্ধনায়, নানাভাবে বুঝিয়ে দেন। আয়োজকরা শেষপর্যন্ত ঝুঁকির রাস্তায় যাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker