India & World UpdatesBreaking News
কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হল ২ হাজার টাকা করেFarmers get ₹2,000 in their bank accounts
১০ এপ্রিল: প্রধানমন্ত্রী-কিষান যোজনার প্রথম কিস্তির টাকা পেলেন দেশের ৭ কোটি ৯২ লক্ষ কৃষক। কৃষি মন্ত্রক শুক্রবার জানায়, করোনা সংকট ও লকডাউনে কোটি কোটি কৃষকদের সম্ভাব্য দুর্ভোগের কথা চিন্তা করে আগেই এই অনুদান দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। ২৪ মার্চ হয়েছে লকডাউন। মেয়াদ না বাড়লে নির্ধারিত ঘোষণা অনুযায়ী তা থাকবে ২১ দিন।
লকডাউন চলাকালীন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের ভেতরেই কৃষকরা কিছু আর্থিক সাহায্য পেয়ে যাবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। আর এক্ষেত্রে কথা ও কাজের অমিল হয়নি। অনুদানের প্রথম কিস্তির ২০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন সুবিধাপ্রাপকরা। এ বাবদ বরাদ্দ হয়েছে মোট ১৫ হাজার ৮৪১ কোটি টাকা। আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষকরাই এই সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পে তিনটি ভাগে মোট ৬ হাজার করে টাকা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে।