NE UpdatesHappeningsBreaking News

ক্ষমতায় ফিরে ৫ টাকা দিয়ে দিনে তিনবার খাবারের ব্যবস্থা করবে বিজেপি, ত্রিপুরায় সংকল্প

ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি: ত্রিপুরায়  প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজেপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিল তাদের ‘সংকল্প পত্র’ নামের নির্বাচনী ইস্তাহারে। সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করেছেন। এই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং উত্তরপূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র উপস্থিত ছিলেন।
এ বারের ইস্তাহারে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতা বাড়ানো এবং অধিকতর আর্থিক ক্ষমতা প্রদান করার কথা বলা হয়েছে। বালিকা সমৃদ্ধি প্রকল্পে কন্যাসন্তানের জন্মের পর আর্থিকভাবে দুর্বল অংশের পরিবারকে ৫০ হাজার টাকার বন্ড দেওয়া হবে। মেধাবী কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান এবং পিএম উজ্জ্বলা যোজনায় সমস্ত সুবিধাভোগীদের ২টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। ভূমিহীন নাগরিকদের জমির পাট্টা বিতরণ, ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এবং শহরের সমস্ত নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সুলভ মূল্যের আবাসন তৈরি ও অনুকূলচন্দ্র ক্যান্টিনে দিনে তিনবার ৫ টাকা দিয়ে প্রতি প্লেট খাবারের ব্যবস্থা করা হবে বলে ইস্তাহারে সংকল্প করা হয়েছে। ১২৫-তম সংবিধান সংশোধনী বিলের এক্তিয়ারের মধ্যে ত্রিপুরা স্বশাসিত জেলাপরিসদে স্বায়ত্ব শাসন এবং অতিরিক্ত আইনি, নির্বাহী, প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে পুনর্গঠন সহ আরও অনেক প্রকল্প জনজাতিদের জন্য ঘোষণা করা হয়েছে।
নাড্ডা দাবি করেন, ২০১৮ সালে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তার অতিরিক্ত কাজ করে দেখিয়েছে। তাই সংকল্প পত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে, ত্রিপুরার মানুষ অবশ্যই তা বিশ্বাস করবে। তাঁর কথায়, বিজেপি দেশের মধ্যে একমাত্র দল রিপোর্ট কার্ড হাতে মানুষের দরবারে হাজির হওয়ার ক্ষমতা রাখে।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker