Barak UpdatesBreaking News

নেতাজি জয়ন্তীতে পরীক্ষা কেন, বিক্ষোভ দেখাল ডিএসও
Exam on Netaji’s birthday, protest by DSO

২০ জানুয়ারিঃ ২৩ জানুয়ারি তারিখেও স্নাতকস্তরের পরীক্ষা রেখেছে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে রবিবার শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় এআইডিএসও। এর আগে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র পাঠিয়ে নেতাজি জয়ন্তীতে পরীক্ষা না রাখার আর্জি জানায় । কিন্তু সাড়া মেলেনি। তাই এ দিন এআইডিএসও কর্মীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলোধোনা করেন। সংগঠনের তরফে সম্পাদক গৌরচন্দ্র দাস, সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী নেতাজি সুভাষ। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিভিন্ন সংগঠন যে সব অনুষ্ঠান করে এতে ছাত্র-ছাত্রীরা যাতে যোগদান করতে না পারে সেই উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতকস্তরের  ৯ জানুয়ারির পরীক্ষাকে পিছিয়ে ২৩ জানুয়ারিতে নিয়ে যায়। নেতাজির মতো ব্যক্তিত্বকে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবজ্ঞা ও অবহেলা করছেন। এর বিরুদ্ধে উপত্যকার বিভিন্ন সংগঠন ও জনগণকে এগিয়ে এসে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানান এআইডিএসও’র  বক্তারা ।

Rananuj


এছাড়াও সংগঠনের পক্ষে এ দিন নেতাজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্কন , ক্রীড়া  ও মেধা পরীক্ষায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এ ছাড়া, কাটিগড়া, বড়খলা, দামছড়া, শালগঙ্গা, ভাগা, ধলাই, ধোয়ারবন্দ ইত্যাদি স্থান সহ শিলচরের আশ্রম রোড, বিবেকানন্দ রোড, ইটখলা, কনকপুর ইত্যাদি জায়গায় আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান। জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান আয়োজন হবে ২৫ জানুয়ারি গান্ধীভবনে । সেখানে সমবেত সঙ্গীত, নৃত্য পরিবেশন , আলোচনা সভা ইত্যাদির অনুষ্ঠিত হবে। এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের উদ্যোগে মূল অনুষ্ঠানের সূচনা হবে বিকেল সাড়ে পাঁচটায় । এদিন বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker