Barak UpdatesBreaking News

Established on same date, Tezpur surpassed Assam Univ in name & fame, laments Kabindra
তেজপুর বিশ্ববিদ্যালয়ের তুলনা টেনে কবীন্দ্রবাবুর আক্ষেপ

২১ জানুয়ারি: প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ৷ তেজপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা টেনে তিনি আক্ষেপ প্রকাশ করেন৷ মঙ্গলবার ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের ২৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী৷ এই উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ৷ রয়েছেন রাজ্যপাল পত্নীও৷

দর্শকাসনের প্রথম সারিতে জেলাশাসক বর্ণালী শর্মা৷ তাঁদের সামনেই কবীন্দ্রবাবু বলেন, দুটো বিশ্ববিদ্যালয় একইদিনে গড়ে উঠেছিল৷ কিন্তু দুইয়ের মধ্যে দুস্তর ব্যবধান৷ জানতে চান, কেন? কেন এই অবস্থা? একটা বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী তালাবন্ধ থাকা যে শিক্ষাক্ষেত্রের পরিচয় নয়, উল্লেখ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ পরামর্শ দেন, এমন পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, সেটা দেখতে হবে৷

পরিমলবাবুও শোনান, বিশ্ববিদ্যালয়ের বয়স ২৬ পেরিয়ে গিয়েছে৷ এ মোটেও কম নয়৷ মানুষকেই ১৮ পেরোলে পরিণত বলা হয়৷ তালাবন্ধের কথা সরাসরি না বললেও মন্ত্রী  শুক্লবৈদ্য বারবার শোনান, সমস্যা হলে বসে শান্তিপূর্ণভাবে মেটাতে হবে৷ প্রতিষ্ঠাদিবসের আয়োজনে তিনি যে খুশি হতে পারেননি, গোপন রাখেননি সে কথা৷ বলেন, এই অনুষ্ঠান বৃহৎ পরিসরে হওয়া উচিত ছিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker